Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পূর্ববতী মামলার রায়

প্রেরক,

চেয়ারম্যান তুমলিয়া ইউনিয়ন পরিষদ

কালীগঞ্জ , গাজীপুর।

প্রাপক,

বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট ১নং আদালত ,

গাজীপুর ।

বিষয়: সি.আর মোকদ্দমা নং৭৩/২০১৩এর তদন্ত পতিবেদন দাখিল প্রসংগে।

সূত্র: ৫৩৬/২০১৩ তারিখ: ২৮/৩২০১৩ খ্রী:

 

বাদী : রিচার্ড ডি কস্তা,                      বিবাদী : ১) প্রদীপ রায়  পিতা-মৃতঃ যতিন্দ্র রায়  ,         

সাং-দড়িপাড় , পো:কালীগঞ্জ ,                        সাং-বান্দাখোলা  , পো:কালীগঞ্জ,

                                               

 

উপযুর্ক্ত বিষয় ও সূত্রের আলোকে বিজ্ঞ আদালতের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য জানানো যাইতেছে যে, আপনার বিজ্ঞ আদালত হইতে সুত্রোল্লেখিত মোকদ্দমার কপি পাইয়া উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে হাজির করিয়া তদনন্তে বসে  । উভয় পক্ষের  সাক্ষ্যপ্রমানে ইহাই প্রতিয়মান হইল যে বাদীর আর্জি সম্পূর্ন মিথ্যা । বিজ্ঞ আদালতের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যাবস্থাগ্রহনের জন্য অত্র প্রদিবেদন দাখিল করা হইল ।