কালেরস্বাক্ষী বহনকারী শীতলক্ষা নদীরতীরে গড়ে উঠা কালীগঞ্জউপজেলার একটিঐতিহ্যবাহী অঞ্চল হলো তুমলিয়া ইউনিয়ন।কাল পরিক্রমায় শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – তুমুলিয়া ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ২২.৩৭৯(বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩৮,১৮২ জন (২৮-০২-২০১৬ইং)জন্ম নিবন্ধনের তথ্য অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ৩০ টি।
ঙ) মৌজার সংখ্যা – ২৫ টি।
চ) মোট জমির পরিমানঃ ৫২৩৭.২২ একর, খাস জমি - ১৩৬.৪৬ একর, অর্পিত সম্পত্তিঃ ৫১.৩২ একর।
ছ) হাট/বাজার সংখ্যা -৩ টি।
জ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
ঝ) শিক্ষার হার – ৭৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৩ টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৫টি,
উচ্চ বিদ্যালয়ঃ ০৫ টি,
মাদ্রাসা- ২টি।
ঞ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ আবু বকর মিঞা
ট) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ঠ) ঐতিহাসিক/পর্যটন স্থান – (১) তুমুলিয়া মিশন, (২) রাঙ্গামাটিয়া, মিশন।
ড) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৬৯ ইং।
ঢ) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০৪/০৫/২০১৬ইং
২) প্রথম সভার তারিখ – ০১/০৮/২০১৬ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০৩/০৫/২০২১ইং
ণ) গ্রাম সমূহের নাম –দড়িপাড়া ,জয়রামবের ,চুয়ারীয়া খোলা ,রাঙ্গামাটিয়া দঃ চুয়ারীইয়া খোলা , মধ্য চুয়ারীয়া খোলা , বান্দাখোলা ,আড়াবান্দখোলা , দঃ রাজনগর, পাড়ারটেক, পূনারটেক , চান খোলা ,বোয়ালীয়ার টেক ,তিলারটেক , মানিকপুর, বাঘেরদিয়া, টিত্তরী , পাকুরিয়া, ফিরিন্দা, বারিয়াখালী ,বোয়ালী, পিপ্ররাশঢ়, ভেটুর, দঃ ভাদার্ত্তী,উত্তর সোম, অলুয়া, দঃ সোম , ইছাপুরা , বর্ত্তুল ।
ত) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
০৩) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর - ১ জন।
০৪) দফাদার - ১ জন।
০৫) মহল্লাদার – ০৯ জন।
* তুমুলিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার
(১) উদ্যোক্তা পরিচালক (পুরুষ) শাহানুল আলম
(২) উদ্যোক্তা সহকারী পরিচালক (মহিলা) তানিয়া নাছরীন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস